Monday, January 25, 2021

কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠসূচি (এ্যাসাইনমেন্ট - Assignment SSC 2021)

 কোভিড-১৯ পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত 

পাঠসূচি (এ্যাসাইনমেন্ট - Assignment SSC 2021) 


 

Download

Thursday, January 21, 2021

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশোধিত ২০২০)

অনলাইনে আবেদন শুরু হবে আগামী  ০১ ফেব্রুয়ারি ২০২০

শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২১

মাউশি’র ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন। 


মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি ২০২০ সালের শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি (eFF)


 

সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন জেএসসি ২০২০ সালের অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি (eFF JSC 2020)


 

Monday, January 18, 2021

জেএসসির সার্টিফিকেট পেতে অনলাইনে ফরম পূরণ করবেন যেভাবে

করোনা মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হচ্ছে না। সব শিক্ষার্থীকে অটোপাস দেয়া হচ্ছে। তবে, অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়া হবে। তবে নম্বরপত্র (মার্কশিট) দেয়া হবে না। 

জেএসসির সার্টিফিকেট পেতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। তবে, ফরমপূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ কোনো টাকা নেয়া যাবে না। রোববার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে । 

বোর্ড বলছে, ২০২০ খ্রিষ্টাব্দে সরাসরি পরীক্ষা না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট দেয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। জানা গেছে, ফরম পূরণের জন্য সম্ভাব্য শিক্ষার্থীদের তালিকা আগামী ২১ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে তার ইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ইএফএফ (ইলেকট্রনিক ফরম পূরণ) করতে হবে। ইলেকট্রনিক ফরম পূরণ করতে কোনো ফি শিক্ষাবোর্ডকে দিতে হবে না। ফরম পূরণের বিস্তারিত প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

(সংগৃহীতঃ দৈনিকশিক্ষা)